মোট পৃষ্ঠাদর্শন

Translate

শনিবার, ২৮ মে, ২০১৬

"আত্মনিষ্ঠ -ই শ্রেষ্ঠ অর্জন "-


দিলদার হোসাইন মাসুম


আমি মনে করি একজন মানুষের জীবনে সফল
হওয়ার ক্ষেত্রে সব থেকে বড় অন্তরায় হলো তার
নেতিবাচক মনোভাব, অত্যাধিক ভয় ও আত্নদ্বন্দ।
কারো প্রতিভা থাকলেই যে সে সফল হবে তা
ঠিক নয় বরং আমরা সবাই সবাই সহজাত গুন
সম্পন্ন,, তা সত্ত্বেও যে জিনিসটি আমাদের
পিছিয়ে দেয় তা হল, নিজেকে নেতিবাচক
দৃষ্টিতে মূল্যায়ন করা। ভয় খুব বেশী হলে প্রতিভা
চাপা পড়ে যায়। বাস্তব জগতে অনেক সময়ই
**যে বুদ্ধিমান সে এগিয়ে যায় না, তবে যে
সাহসী ও আত্নবিশ্বাসী সে অবশ্যই এগিয়ে
যায়** প্রমানিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন