মোট পৃষ্ঠাদর্শন

Translate

বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬

আত্মনিষ্ঠ ইচ্ছে শক্তি কবি কামরুলের জীবন চলা


#জীবন-বৃত্তান্ত:
নামঃ মোঃ কামরুল ইসলাম।
পিতাঃ মৃত হোসাইন আহমদ।
মাতাঃ মোছাঃ আফিয়া খাতুন।
তিন ভাইয়ের মধ্যে আমি দ্বিতীয়।
গ্রামঃ গুয়ালজুর।
উপজেলাঃ কানাইঘাট।
জেলাঃ সিলেট।
শিক্ষাঃ HSC-  গাছবাড়ি আইডিয়্যাল কলেজ।
----
♦কবিতা লেখার অনুপ্রেরণা -
আমাদের এলাকায় ২০১০ সালে
একটা ম্যাগাজিন বের করে একটা
সংস্থা। আমি ওটাতে একটা লেখা
সংগ্রহ করে দেই, কিন্তু দেখা গেলো
তারা ম্যাগাজিনে লেখা ছাপেনি।
তাই পরিশেষে একটা পরম ধ্যান
ধারণা মাথায় খেলে গেলো!
যে- আমি নিজে থেকে প্রকাশিত হব।
যাতে নিজস্ব গ্রন্থ প্রকাশ করা যায়।
এই জেদ ও আবেগ আকাঙ্ক্ষা আমাকে
কবিতা রচনায় উদ্বুদ্ধ করেছিল।
প্রভুর কৃপার ফলে আমি কবিতা
লিখে চলেছি সেই থেকে অবিরাম।
তবে এই চর্চাতে উৎসাহ-উদ্দীপনা
এসেছে আমার বন্ধু-বান্ধব, গুরুজন,
ও আত্মীয়স্বজনদের প্রশংসা ও
প্রেরণায়। সত্যিকারের বন্দনা
মানুষকে উজ্জীবিত করে রাখে চিরায়ত।


তার বাছাই করা একটি কবিতা
।।জাগরে দেশ।।
#কামরুল_ইসলাম
আমার মাতৃভূমি,
থেকনা আর ঘুমি!
নিদ্রা টুটি জাগো,
চির কল্যাণ মাগো!
আলসেমী ছাড়িয়ে,
হাত-পদ নাড়িয়ে!
সচল করি ভাগ্য দেশ,
মিটে যাবে বিষাদ-ক্লেশ।
মাথায় বীর তাজ পরি,
যথার্থ হই সর্বোপরি!!
মুছে দেব সর্ব গ্লানি,
হবে তবে গর্ব জানি।
দল কমিয়ে, জমিয়ে তুলি,
বিভেদ বিদ্বেষ মন হতে যাই ভুলি।
----------
♦ভবিষ্যৎ ভাবনা%%
কবিতা আমার ধ্যানে ধারণাতে
,ভাবনাতে, স্বপনে, বাস্তবে এ ভুবনে
আনন্দের সাথে বাঁচার একমাত্র
সজীব-সখা!! আমি কবিতাকে
ভালবাসি সর্বান্তঃকরণে, সমস্ত
দিল দিয়ে। এতে দেখি আশার
দীপ্ত আলো, বেদনা ভুলার মাধ্যম
ও স্বপন সাম্রাজ্য গড়ার একমাত্র
দারুন হাতিয়ার। জনতার আবেগ,
আশা, স্বপ্ন, ব্যর্থতা, বেদনা, অব্যক্ত
বাণী সব চিত্রিত করা যায় এ কবিতায়।
তাই কবিতা আমার সাথে জনতার
সখ্যতার প্রধান মাধ্যম।আমি কবিতায়
মানুষের কথা বলতে চাই সদাই,
কবিতা দিয়ে দেশ সাজাবার স্বপ্ন
দেখি!! কবিতার জয়গান হোক
এ কোমল কামনা।।